মানব পতাকায় গিনেস বুকে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: বিজয় দিবসে ২৭ হাজারের বেশি বাঙালির অংশগ্রহণে গড়ে তোলা মানব পতাকা বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। গতকাল শনিবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বাংলাদেশের এ রেকর্ডের কথা বলা হয়েছে। ওয়েবসাইটে ‘লার্জেস্ট হিউম্যান ন্যাশনাল ফ্ল্যাগ’ হিসেবে গত ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশিদের গড়ে তোলা মানব পতাকার কথা বলা হয়েছে। ওই দিন দুপুরে ২৭ হাজার ১১৭ জন কিশোর-তরুণ লাল আর সবুজ বোর্ড মাথার ওপর তুলে ধরে বাংলাদেশের পতাকা তৈরি করেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অনুমোদিত পর্যবেক্ষকদের উপস্থিতিতে ‘বিশ্বের সবচেয়ে বড়’ মানব পতাকা তৈরির এ আয়োজনের উদ্যোক্তা ছিলো মোবাইলফোন অপারেটর রবি। আর লাল-সবুজের বিশ্বজয় শিরোনামে এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলো বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্য দিয়ে গত বছর করা পাকিস্তানের জাতীয় মানব পতাকার রেকর্ড ভেঙে দিলো বাংলাদেশ। ৪২ বছর আগে যে দিনটিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় পেয়েছিলো, সেই দিনটিতে আরো এক বিজয়ের ভিত রচনা করে বাংলাদেশের তরুণ প্রজন্ম। বাংলাদেশের এ অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানব পতাকা তৈরিতে সম্পৃক্ত সেনাবাহিনী, আয়োজক, উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন বলে তার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদা তরুণ প্রজন্ম সমুন্নত রাখবে। তারা বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে।