মাদারীপুরে ইফতারি খেয়ে ৩০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ

 

স্টাফ রিপোর্টার: রমজানের ইফতারি খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মাদারীপুরের খাগদী এলাকার একটি মাদরাসার ৩০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাদরাসারখাদেম সোহরাব হোসেন জানান, খাগদী খানকায়ে নেছারিয়া সালেহিয়া দারুস সুন্নতমাদরাসার প্রায় শতাধিক শিক্ষার্থী পবিত্র রমজানের প্রথম ইফতারি খায়। রাতসাড়ে ৮টার দিকে প্রায় ৩০ জন শিক্ষার্থীর পেট ব্যথা ও বমি শুরু হয়। এ সময়অন্য শিক্ষার্থীরা চিৎকার চেচাঁমেচি শুরু করলে কর্তব্যরত খাদেম দ্রুত সদরহাসপাতালে খবর দেয়। পরে সদর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে পুলিশ ওউপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল থেকে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তিকরে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অহিদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে খাদ্যে বিষক্রিয়া থাকায় শিক্ষার্থীরা অসুস্থহয়ে পড়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ রয়েছে। যদি অবস্থারবেগতিক হয় তা হলে অবশ্যই তাদের ঢাকায় পাঠানো হবে। স্যালাইন দিয়েশিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।সদর উপজেলা চেয়ারম্যানপাভেলুর রহমান শফিক খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। সব ধরনেরসহযোগিতা করা হচ্ছে। এরপরেও যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে সেব্যবস্থা নেয়া হবে।