মাঠের বাইরে বড়পর্দা ও ডিশক্যাবলে সরাসরি খেলা দেখানো হবে

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দর্শকদের চাপ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় দর্শকদের উপচে পড়া ভিড় দেখে জরুরিসভা অনুষ্ঠিত হয়েছে। দর্শকদের চাপ কমাতে ডিশক্যাবলে সরাসরি ও মাঠের বাইরে বড়পর্দার মাধ্যমে খেলা দেখানো হবে বলে সিন্ধান্ত নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার খেলা শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে জরুরি বৈঠকের আয়োজন করা হয়। পূর্বে অনুষ্ঠিত খেলাগুলোর ভুলত্রুটি নিয়ে ও বাকি ম্যাচগুলো সুষ্ঠু-সুন্দরভাবে পরিচালনার জন্য জরুরি বৈঠক আহ্বান করা হয়। জরুরি সভাটি চুয়াডাঙ্গা স্টেডিয়াম ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ বলেন, যেহেতু আমরা স্বাগতিক আর টুর্নামেন্টে খেলতে আসা অন্য জেলাগুলো আমাদের মেহমান। তাই তাদের মনে কোনো কষ্ট হয় এমন কাজ বা অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। ব্যাপক দর্শকপ্রিয়তা ও উৎসবমুখর টুর্নামেন্টের বাকি খেলাগুলো নির্বিঘ্ন ও নিচ্ছিদ্র নিরাপত্তায় উপভোগ করার জন্য সভায় বেশ কয়েকটি প্রস্তাবনা গৃহিত হয়। এগুলোর মধ্যে হলো- আগামী ২২ ও ২৩ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ২৭ অক্টোবর টুর্ণামেন্টের ফাইনাল খেলা উপভোগের জন্য সকল দর্শককে দুপুর আড়াইটার আগেই গ্যালারিতে প্রবেশ করতে হবে। মূল মাঠের মধ্যে কোনো দর্শককে প্রবেশ করতে দেয়া হবে না (অনুমোদিত ব্যক্তি ও কর্মকর্তাদের জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য নয়)। দর্শক চাপ সামলাতে চুয়াডাঙ্গা ডিশক্যাবলে ও চুয়াডাঙ্গা টাউনমাঠ, ভি.জে স্কুল (চাঁদমারী) মাঠ ও স্টেডিয়ামের বাইরে বড় পর্দায় সরাসরি খেলা দেখানো হবে। দর্শকদের নিয়ে আসা সাইকেল, মোটরসাইকেল জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র ও জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে রেখে পায়ে হেঁটে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। এছাড়া আলমসাধু, নসিমন, করিমন, ভটভটি পুলিশ নির্ধারিত জায়গায় রেখে আসতে হবে।