মহেশপুর শ্রীনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর শ্রীনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

বিজিবি সূত্রে প্রকাশ, গত মঙ্গলবার সকালে উপজেলার শ্রীনাথপুর সীমান্তের মেন পিলার ৬০/১২০ আর এস এর নিকট বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশিকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ সদস্যরা। উল্লেখ্য, গত ৩ অক্টোবর তারিখে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে পাখিউড়া ক্যাম্পের টহল বিএসএফ গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার পাটকেলগ্রামের ধীরেন হালদারের ছেলে খগেন হালদার (৩০) এবং নিরুধ বিশ্বাসের ছেলে শিবানী বিশ্বাসকে (১৩) আটক করে। অবৈধভাবে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বিনা পাসপোর্টে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে ১৯৭৩ এর (১১) সি মোতাবেক আইনানুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য মহেশপুর থানায় তাদেরকে সোপার্দ করা হয়েছে।