মহেশপুর থানার সোনা উদ্ধার ও ডাকাতি মামলা ডিবিতে হস্তান্তর : তদন্তকারী কর্মকর্তা শোকজ

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর থানায় পরিবহনে ডাকাতি ও পরবর্তীতে সোনা উদ্ধার সংক্রান্ত ডাকাতি মামলাটি অবেশেষে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ মামলার পূর্বের তদন্ত কর্মকর্তা এসআই আলিমুজ্জামানকে শোকজ করা হয়েছে।
পুলিশের একটি সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি মামলাটি পুলিশ সুপারের নির্দেশে ডিবিতে হস্তÍান্তÍর করা হয়েছে। ডিবির ওসি জাহাঙ্গীর আলম বর্তমানে মামলার তদন্তভার গ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, সবেমাত্র মামলটি হাতে পেয়েছি। এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। এদিকে আটককৃত ২ আসামীকে রিমান্ড শুনানীর সময় তৎকালীন মামলার আইও এসআই আলিমুজ্জামান উপস্থিত না হওয়ায় ঝিনাইদহ পুলিশ সুপার তাকে শোকজ করেছে। এ বিষয়ে এসআই আলিমুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাতে মহেশপুর উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের পুরন্দপুর নামকস্থানে একদল ডাকাত সোনারতরী পরিবহন থেকে ৬ কেজি ওজনের ৬৫ পিস সোনার বার ছিনিয়ে নেয় এবং ঘটনার সাথে পুলিশের কতিপয় সদস্যের যোগসূত্র আছে মর্মেও খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে মহেশপুর থানার ওসি ও ২জন এসআইসহ মোট ৮জন পুলিশকে দায়িত্ব অবহেলার কারণে ক্লোজড করা হয়।