মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কপোতাক্ষ নদের কচুরিপানা পরিষ্কার

মহেশপুর সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার খালিশপুরস্থ ৫৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের সামনে কপোতাক্ষ নদের অভয়ারণ্যের কচুরিপানা পরিষ্কার করা হয়। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম নিজে কপোতাক্ষ নদের কোমর পানিতে নেমে এ কচুরিপানা পরিষ্কার করার কাজ শুরু করেন। এ সময় কচুরিপানা পরিষ্কার করার কাজে তার সাথে সামিল হন উপজেলা কৃষি অফিসার আবু তালহা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন ৫৮ বিজিবি’র অধিনায়ক জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছলিমা খাতুনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, কপোতাক্ষ নদে প্রচুর পরিমাণে কচুরিপানা বৃদ্ধি পাওয়ায় মাছের অভয়ারান্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এজন্য উপজেলা প্রশানের উদ্যোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।