মহেশপুরে শিক্ষকের বিরুদ্ধে বিধবাকে শ্লীলতাহানির অভিযোগ

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে এক বিধবা স্ত্রীকে শ্লিলতাহানির অভিযোগ পাওয়া গেছে এক সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর উপজেলার বাগদির আইট গ্রামের মৃত একজনের বিধবা স্ত্রীকে একই গ্রামের হাজী শহর আলীর ছেলে সাতপাড়া মডেল একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমজান আলী রাত সাড়ে ১০টার সময় ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসী রমজান আলীকে আটক করে। সংবাদ পেয়ে রমজান আলীর আত্মীয়-স্বজন ও হাবিবুর মেম্বারের ভাইয়েরা জোরপূর্বক রমজান আলীকে ছিনিয়ে নেয়। এ সময় হাতুড়ি দিয়ে আরমান আলীর ছেলে শরিফুলকে মারধোর করে। ওইদিনই শরিফুলকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। ভিকটিমের পরিবার থানায় মামলা করতে চাইলে স্থানীয় হাবিবুর মেম্বার ও রমজান আলীর ক্যাডারবাহিনী তাদেরকে বাড়ি হতে বের হতে দিচ্ছে না। আহত শরিফুলের মামা দিন মোহাম্মদ জানায়, গত ৩দিন ধরে স্থানীয় লোকজন তাদেরকে মামলা করতে দিচ্ছে না। সে আরো জানায় তারা কয়েকজন মিলে সোমবার সকালে মহেশপুর থানায় অভিযোগ দিতে গেলে এলাকার কিছু লোকজন তাদেরকে বাঁধা দেয়। এ বিষয়ে কাজীরবেড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার জানায়, তারা বিষয়টি এলাকায় মিমাংসা করার চেষ্টা করছে। অপর একটি সূত্র জানায়, রোববার দিবাগত রাতে রমজান আলীর কিছু লোকজন ভিকটিমকে ২০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি(তদন্ত) ফারুক আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন থানায় কোন অভিযোগ এসেছে কিনা আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।