মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা আইয়ূব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর ইসলামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আইয়ূব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার পূর্বে মরহুম আইয়ূব হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, জেলা কৃষকলীগের সহসভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, কাজীরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আইয়ূব হোসেন ইসলামপুর গ্রামের মৃত সুরজত আলী ব্যাপারীর ছেলে। তিনি গত মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।