মহেশপুরে প্রধান সড়কের পাশেই ইটভাটার মাটির স্তুপ : সামান্য বৃষ্টিতেই দুর্ঘটনা প্রাণহানী ঘটলেও দেখার কেউ নেই

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ২০টি ছোট বড় ইটভাটা রয়েছে। অধিকাংশ ইটভাটার মাটির স্তুপ প্রধান সড়কের সাথে। বৃষ্টি হলেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রাণহানীর মতো ঘটনা ঘটলেও দেখভাল করার কেউ নেই।

উপজেলার বিভিন্ন স্থানে ২০ টি ইটের ভাটা চলমান রয়েছে। এই ইটভাটাগুলি হাইওয়ে রোড সংলগ্নভাবে গড়ে ওঠায় মালিকদের নিজেদের সুবিধার্থে রাস্তার পাশেই ভাটার মাটির স্তুপ করে। একটু বৃষ্টি হলেই মাটির ধুয়ানী রাস্তায় চলে আসে। এতে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন দুর্ঘটানার স্বীকার হয়। গত মে মাসের প্রথম সপ্তাহে কালীগঞ্জ-জীবননগর সড়কের খালিশপুর বাজারের পশ্চিমে আযব ব্রীকসের মাটির ধুয়ানীতে একদিনেই প্রায় ১০/১৫ জন দুর্ঘটনার স্বীকার হন। একই মাসে নেপা ইউনিয়নের মুণ্ডুমালা নামক স্থানে সোহাগ ব্রীকস, করিম ব্রীকস ও করিম ব্রিকসের নিকট এক সড়ক দুঘটনায় একজন মারা যায়। রাস্তার পাশে আরো যেসব ইটভাটা রয়েছে সেগুলি হলো ভৈরবা বাজারের কাছে মেসার্স মহেশপুর ব্রীকস, রামচন্দ্রপুর আমান ব্রীকস, ইউসুফ ব্রীকস, গাড়াবাড়িয়া  গ্রামের পাশে ইউসুফ ব্রীকস-২, নস্তী গ্রামের জুয়েল ব্রিকস, গুড়দাহ বাজারের পাশে বিএম ব্রিকস। এ সকল ইটভাটার রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনায় ঘটলেও উপজেলা বা জেলা প্রশাসন নীরব ভূমিকা পালন করে আসছে। এছাড়া ইটভাটা ও পরিবেশ আইন লঙ্ঘন করে কৃষি জমির উর্বর মাটি কেটে ইট পোড়ানো হচ্ছে। যা আইনের পরিপন্থি হলেও দেখার কেউ নেই। এলাকাবাসী সরকারের ওপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।