মহেশপুরে পৃথক ঘটনায় আগুনে পুড়ে পাটের গোডাউন ও প্লাস্টিক ফ্যাক্টারি ভস্মীভূত

 

মহেশপুর প্রতিনিধি:  ইউপি সদস্য হাবিবুর রহমানের গোডাউনে আগুল লেগে ৮ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে ছায় হয়ে গেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার যাদবপুর ইউপির জলুলী গ্রামে ওই ঘটনা ঘটে।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, উপজেলার জলুলী গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে হাবিবুর রহমানের টিনসেডের গোডাউনে হাঠাত আগুন লেগে যায়। আগুনে পুড়ে কয়েক শ মণ পাট, কলাই, মুগ ও মুশুরী পুড়ে ছায় হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যার্থ হলে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এবিএম শহিদুল ইসালামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন কিভাবে আগুন লাগে তা জানাযায়নি, খয়ক্ষতির পরিমাণ ৮/১০ লাখ টাকা হবে।

এদিকে একই দিন রাতে ফতেপুর শিশু তলা বাজারে মৃত আবুল হোসেন মোল্লার ছেলে ওমর আলীর প্লাস্টিক কারখানায় আগুন লেগে প্রায় ৫/৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কোটচাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, রাতেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।