মহেশপুরে দত্তনগর খামরের দুর্নীতির বিষয়ে ৫ সদস্যের তদন্ত টিম আজ দত্তনগরে যাচ্ছে

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার দত্তনগরে ৫টি বীজ বর্ধন খামারে ধান বিক্রির টেন্ডার নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে এলকাবাসী বিএডিসি চেয়ারম্যান বরাবর অভিযোগের প্রেক্ষিতে ৫ সদস্যের একটি তদন্ত টিম আজ শুক্রবার মহেশপুরে আসছে।
এলাকাবাসী ও ফার্মের একটি সূত্র থেকে জানা গেছে, বিএডিসির জিএমের নিদের্শে এজিএম আজহারুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত টিম শুক্রবার সকালে মহেশপুর উপজেলার দত্তনগর ফার্মে যাবে। ৫টি খামারে অবীজ ধান বিক্রির টেন্ডার আহ্বান করা হয়েছিলো গত মাসের ১১ সেপ্টেম্বর। গত ৩ অক্টোবর শিডিউল জমা দেয়ার শেষ তারিখ ছিলো এবং ৪ অক্টোবর টেন্ডার খোলার তারিখ ছিলো। যথানিয়মে টেন্ডার হলেও এ নিয়ে দেখা দিয়েছে নানান জল্পনা-কল্পনা। বিআর ২৬, ২৮ ও ২৯ জাতের ধান বর্তমান বাজার মূল্য থেকে ৪-৫শ টাকা অধিক মণ দরে কেনা হয়। এ নিয়ে সাধারণ লোকজনের মধ্যে নানা ধরনের কৌতূহল সৃষ্টি হয়। এ নিয়ে এলাকাবাসীসহ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ মহেশপুর সাংবাদিকদের কাছে অভিযোগ দেন। তারা জানান, গোডাউনের টেন্ডারের অধিক পরিমাণ ধান ঠিকাদারদের মাধ্যমে বাইরে বিক্রি করে লাখ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে। বিষয়টি গত ৮ ও ৯ অক্টোবর বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তদন্তের নির্দেশ দেয়।