মহেশপুরে টাকার বিনিময়ে নতুন বই বিতরণের অভিযোগ

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে বই বিতরণের অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার বড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা শিক্ষার্থী প্রতি ৩০ টাকা করে উত্তোলন করে নতুন বই বিতরণ করেছেন। বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে টাকা না দেয়া পর্যন্ত কাওকে বই দেয়া হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন শিক্ষার্থীদের ছবি ওঠানোর জন্য টাকাগুলো উত্তোলন করা হয়েছে। এব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির টাকা উত্তোলনের জন্য রেজুলেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আঙ্গুর একই কথা বলেন। উপজেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সাথে মোবাইলফোনে যোগযোগ করলে তিনি সাংবাদিকের সাথে অশোভন আচরণ করে বলেন আপনারা পত্রিকায় নিউজ করবে কেন, আপনাদের কাছে কোনো লিখিত অভিযোগ আছে কি। জবাবে সাংবাদিক বলেন আমাদের কাছে বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে ৩০টাকা করে নিয়েছে এর প্রমাণ রয়েছে। অফিসার আরও বলেন এব্যাপারে নিউজ না করায় ভালো। বাংলাদেশ সরকার ঝরে পড়া শিক্ষার্থীদের রোধে এবং শিক্ষার মানোন্নত করতে যেখানে বিনা মূল্যে বই বিতরণ করছে। সেখানে কিছু অসাধু ব্যক্তিরা বিভিন্ন অযুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলন করছে।