মহেশপুরে জেআর পরিবহন থেকে ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

 

মহেশপুর প্রতিনিধি: কালীগঞ্জ-জীবননগর সড়কের বকুণ্ডিয়া নামক স্থানে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেআর পরিবহন থেকে প্রায় ৬ লিটার ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, দর্শনা থেকে ঢাকাগামী জেআর পরিবহন বকুণ্ডিয়া বাসস্ট্যান্ডে এলে মহেশপুর থানার এসআই মনির সঙ্গীয় ফোর্স বাস থামিয়ে দুই যাত্রীকে নামিয়ে চেক করলে তাদের কোমরে অভিনব কায়দায় পলিথিনে জড়ানো ফেনসিডিল উদ্ধার করেন। যার ওজন প্রায় ৬ লিটার। আটককৃত দুজন হলেন-বরিশাল জেলার মেহেন্দীগঞ্জের ওবাইদুরের ছেলে লিটন হোসেন এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আকুন্দেবাড়িয়া গ্রামের খোকন হোসেনের ছেলে শাহিন হোসেন। এরা জানায়, তারা এ ফেনসিডিল ঢাকা মিরপুর ১৪ নম্বরে নিয়ে যাচ্ছিলো। এসআই মনির হোসেন জানান, গোপনসূত্রের ভিত্তিতে তাদেরকে আটক করে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ বিষয়ে মহেশপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শাহিন জানায়, তারা আকুন্দবাড়িয়া থেকে ফেনসিডিল সংগ্রহ করে জেআর পরিবহনে ঢাকায় যাওয়ার পথে পুলিশ তাদের আটক করে।