মহেশপুরে জাতীয়পাটির প্রার্থী স্বাধীনের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের জাতীয় পাটির মনোনীত সংসদ সদস্য কামরুজ্জামান স্বাধীন প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় অভিযোগ করেন। গত শনিবার বেলা ১২টার দিকে মহেশপুর পৌরপাবলিক লাইব্রেরিতে সাংবাদিকদের সাথে অভিযোগ করে বলেন, গত ২৫ ডিসেম্বর যোথবাহিনীর অভিযানে খালিশপুর থেকে তার দলের দুজন নেতাকর্মীকে আটক করে থানায় নেয়া হয়। কিন্তু তাদের নামে কোনো অভিযোগ নেই এবং এখন যারা আমার কাজ করছে তাদেরকে মোবাইলফোনে হুমকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের ভূমিকা নীরব। এছাড়াও তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অভিযোগের ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, যোথবাহিনী যাদেরকে আটক করে তারা জামায়াত-বিএনপির কর্মী। এছাড়া জাতীয়পাটির মহেশপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, তাদের কোনো কর্মী আটক হয়নি। মতবিনিময়ের সময় মহেশপুর উপজেলা পৌর জাতীয় পার্টির কোনো নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলো না। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদত্তোর দিতে পারেননি।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিলে ঝিনাইদহ জেলার ৪টি আসনের মধ্যে ৩টিতে তুলে নেয়া হয়। কেবলমাত্র কামরুজ্জামান স্বাধীন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করে। তার পক্ষে জাতীয় পার্টির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।