মহেশপুরের গুড়দা বাজারে সরকারি জায়গায় পাকা ঘর, ভেঙে দিল প্রশাসন

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের গুড়দা বাজারে সরকারি জায়গায় নির্মাণাধীন একটি পাকা স্থাপনা গতকাল বুধবার ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গুড়দা বাজারে ছোট-বড় চার শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। শুক্র ও সোমবার এখানে সাপ্তাহিক হাট বসে। বাজারের মাঝামাঝি স্থানে কিছু সরকারি জমি রয়েছে, যেখানে হাটের দুই দিনে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বসান। চট পেতে দিনভর ব্যবসা শেষে তাঁরা রাতে চলে যান। সেখানকার প্রায় দেড় শতক জমি দখলে নিয়ে পাকা ভবন নির্মাণ করছিলেন গুড়দা গ্রামের মুদি ব্যবসায়ী প্রভাবশালী নাসির উদ্দিন। খবর পেয়ে মহেশপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশন ইসলাম গতকাল সকালে বাজারে অভিযান চালান। এ সময় মিস্ত্রি লাগিয়ে নির্মাণাধীন ভবনটির অংশবিশেষ ভাঙা হয়। বাকিটা নিজ দায়িত্বে ভেঙে ফেলতে নাসিরকে নির্দেশ দেয়া হয়।

তবে বাজারের ব্যবসায়ীরা বলছেন, উপজেলা প্রশাসন ভবনটি ঠিকমতো না ভাঙায় নাসির উদ্দিন আবার সেখানে ঘর তুলবেন বলে তারা আশঙ্কা করছেন। জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে ওই স্থানে টংঘরে ব্যবসা করছেন। জায়গাটির একসনা বন্দোবস্ত চেয়ে তিনি স্থানীয় ভূমি অফিসে আবেদন করেছেন। এখন বন্দোবস্ত পেলে ঘর তুলবেন, না হলে টংঘরেই ব্যবসা করবেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশাফুর রহমান বলেন, একসনা বন্দোবস্ত নিয়ে পাকা ঘর তোলা যায় না। ওই স্থানে আর কোনো স্থাপনা করতে দেয়া হবে না।