মহেশপুরের খালিশপুর আব্দুল আজিজ ক্লিনিকের অপচিকিৎসার রিপোর্ট প্রকাশ হওয়ায় দোড়-ঝাপ : তদন্ত কমিটি গঠন

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর বাজারে আব্দুল আজিজ ক্লিনিকের অপচিকিৎসার রিপোর্ট পত্রিকায় প্রকাশ হওয়ায় এলাকায় তোলপাড়, বাঁচার জন্য দোড়-ঝাপ শুরু করেছে মালিক প্রতারক আব্দুল হামিদ। সিভিল সার্জনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন।

প্রাপ্তসূত্রে প্রকাশ, গত ২৪ মে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় মহেশপুরের খালিশপুর বাজারে অবৈধ আব্দুল আজিজ ক্লিনিকে নবজাতকের মৃত্যুর সংবাদ প্রকাশিত হওয়ার পর দোড়-ঝাপ শুরু করেছে ক্লিনিকের মালিক প্রতারক আব্দুল হামিদ। তিনি একটি রাজনৈতিক দলের নেতাদের কাছে বাঁচার জন্য বর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। বিষয়টি ঝিনাইদহ সিভিল সার্জন ডা. রাসেদা সুলতানার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি তাদের নজরে এসেছে এবং ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ২-১ দিনের মধ্যে রিপোর্ট দিলেই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন যে সকল ক্লিনিক অবৈধভাবে চালানো হচ্ছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। একটি সূত্র থেকে জানা গেছে, একটি সিন্ডিকেট অর্থের বিনিময়ে ক্লিনিকের মালিক আব্দুল হামিদকে বাঁচানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।