মহাতাঁবু জলসার মাধ্যমে সম্পন্ন হলো জীবননগরের উথলীতে ৫ দিনব্যাপি স্কাউট সমাবেশ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫ দিনব্যাপি জীবননগর উপজেলা স্কাউট সমাবেশ বুধবার রাত ১১টার দিকে মহাতাঁবু জলসার মাধ্যমে সম্পন্ন হয়েছে। গত বুধবার সকাল ৮টার দিকে অনুষ্ঠানের প্রথম ধাপে পতাকা উত্তোলনের মাধ্যমে মহাতাঁবু জলসার কার্যক্রম শুরু হয়। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বিজিবিএম পতাকা উত্তোলন করেন। এরপর তিনি প্রতিটি তাবু পরিদর্শন করেন। দ্বিতীয় ধাপে রাত ৮টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাতাঁবু জলসায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, আয়েশা সুলতানা লাকি, জীবননগর উপজেলা স্কাউটসের কমিশনার মো. আব্দুল হান্নান প্রমুখ। উপস্থিত ছিলেন- প্রোগ্রাম চিফ মনোয়ার আহম্মেদ এএলটি, ডেপুটি প্রোগ্রাম চিফ মো. ইলয়াছ উদ্দীন শেখ, ফিল্ডচিপ মো আবুল কালাম আজাদ, ডেপুটি ফিল্ডচিপ মো. আসাদুর রহমান বিশ্বাস, কোয়ার্টার মাস্টার হাজি সাইদুর রহমান ধন্দু, সমাবেশ সচিবালয় ইনচার্জ মো. হারুন-অর-রশিদ প্রমুখ। স্কাউট সমাবেশে উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।