মসজিদ নির্মানকে কেন্দ্র করে বাঁশবাড়িয়া গ্রামে প্রতিপক্ষ ৮ জনকে কুপিয়ে জখম মামলার ২ এজাহারভুক্ত আসামি আটক

আলমডাঙ্গা ব্যুরোঃ মসজিদ নির্মানকে কেন্দ্র করে আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামে প্রতিপক্ষ ৮ জনকে কুপিয়ে জখম মামলার ২ এজাহারভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাতেম আলি গ্রুপের সাথে একই গ্রামের সাবান মন্ডলের ছেলে মহাবুল গ্রুপের বিরোধ বেশ পুরাতন। গ্রামের একমাত্র মসজিদটি মহাবুলদের পাড়ায় অবস্থিত। ওই মসজিদে নামাজ পড়তে গেলে বিভিন্ন কারনে হাতেম আলি গ্রুপের লোকজনকে মহাবুল গ্রুপ তুচ্ছ-তাচ্ছিল্য করে। এমন অভিযোগ থেকে গ্রামের দক্ষিণপাড়ার নদীর ধারে তারা নতুন করে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহন করেন। গত ২০ অক্টোবর জিয়ার ও সমের আলি নামক ২ ব্যক্তি ৪ কাঠা জমি নির্মিতব্য মসজিদের নামে রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে গ্রামের ২ পক্ষের বিরোধ আরও তুঙ্গে উঠে। এ ঘটনায় প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠে মহাবুল গ্রুপ। তারা গত বুধবার দুপুরে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে একই পরিবারের ৫ জনসহ ৮ জনকে কুপিয়ে মারাত্মক জখম করে। এদের ৫ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সরকারি হাসপাতাল ও ৩ জনকে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৫ জনকেই ঢাকায় রেফার করা হয়। এ ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় আলমডাঙ্গা থানায় এস আই টিপু সুলতান ২ জন আসামিকে আটক করেছে। এরা হল- বাশঁবাড়িয়া গ্রামের মৃত হাজারি মন্ডলের ছেলে হাশেম আলি (৫৫) ও মৃত হাউস আলির ছেলে আবুল কালাম (৩৫)। গ্রেফতারকৃত ২ জনকে গতকালই সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।