মধ্যপ্রাচ্যে প্রচণ্ড ধূলিঝড়ে ৮ জনের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: মধ্যপ্রাচ্যের পশ্চিমাঞ্চলজুড়ে প্রচণ্ড বেগে ধূলিঝড়ের আঘাতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া শত শত ব্যক্তি শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। গত সোমবার থেকে সিরিয়ায় শুরু হয় এ ধূলিঝড়। পরে মিসর, অধিকৃত ফিলিস্তিন, জর্দান, ইরাক, তুরস্ক ও সাইপ্রাসের অংশবিশেষে তা আঘাত হেনেছে। সাধারণভাবে মৌসুমের এ সময়ে মধ্যপ্রাচ্যে ধূলিঝড় হয় না। ধূলিঝড়ে আকাশ ঢেকে যাওয়ায় সিরিয় সরকার মঙ্গলবার তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। দেশটিতে দুই শিশুসহ অন্তত ছয় ব্যক্তি শ্বাস সমস্যায় মারা গেছেন। অক্সিজেনের ঘাটতি দেখা দেয়ায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর এজরের মায়াদিন শহরের অনেক হাসপাতাল রোগী ভর্তি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্য দফতর বলেছে, ধূলিঝড়ে দেশটিতে অন্তত দু নারী মারা গেছে। এ ছাড়া শ্বাসকষ্টজনিত কারণে সাড়ে সাতশ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাশূন্য থেকে নেয়া ছবিতে দেখা গেছে, এ ধূলিঝড়ে সবচেয়ে কষ্টে পড়েছেন লেবাননে আশ্রয় গ্রহণকারী হাজার হাজার সিরীয় শরণার্থী। এ সব হতভাগ্য ব্যক্তি ভাঙাচোরা শিবিরগুলোর মানবেতর পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছে।