ভেজাল সার বীজ ও কীটনাশক সনাক্তকরণ সম্পর্কে কৃষকদের ধারণা দেয়ার তাগিদ

চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ার সমন্বিত কৃষক উন্নয়ন সংঘ পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রণালয়ের দল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ার সমন্বিত কৃষক উন্নয়ন সংঘ পরিদর্শন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি দল। গত শনিবার সন্ধ্যার পর তারা পরিদর্শন করেন। সূত্র জানায়, দলটি মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য পরিদর্শনে এসেছিলো। পরিদর্শন শেষে সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের নিজস্ব কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি’র উপপরিচলাক সাইফুল ইসলাম। এসময় তিনি বলেন, কৃষকের উন্নয়নে ভালো প্রযুক্তি কৃষির জন্য ভর্তুকী বাড়ানো ইত্যাদি বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে। আগামীতে আরও করবে। সরকার একেরপর এক আধুনিক প্রযুক্তি আপনাদের দোড়গোড়ায় পৌঁছে দেবে। কৃষি অফিসারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কৃষকদের ভেজাল সার, বীজ ও কীটনাশক সনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেবেন। এতে কৃষকরা উপকারিত হবে। উন্নয়ন হবে কৃষির, উন্নতি হবে দেশের। পরিদর্শন দল পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবননগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক রুহুল কবীর, সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবায়ের মাশরুর। আলোচনাসভায় সভাপতিত্ব করেন গাড়াবাড়িয়ার সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের সভাপতি আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার শাহীন রাব্বি। এছাড়াও কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন গাড়াবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল লতিফ, কৃষক শহিদুল ইসলাম, দীননাথপুরের কৃষক হারিস মিয়া, কুতুবপুর দশমীর কৃষক আবুল কাশেম।