ভারত-বাংলাদেশ সীমান্তে রাতে কার্ফ্যু সময় বৃদ্ধি

মাথাভাঙ্গা মনিটর: আসামের কাছাড় জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ৩২ কিমি বরারর রাত্রিকালীন কার্ফ্যুর সময় আরো দু মাস বাড়ানো হয়েছে। ক্রমাগত অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে বুধবার রাত থেকে এ সময়সীমা বৃদ্ধি করা হয়। ভারতের গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, এ সীমান্ত এলাকা দিয়ে জঙ্গি ও দুর্বৃত্তরা জেলেদের ছদ্মবেশ নিয়ে অনুপ্রবেশ করে। রাতের বেলা নৌকায় করে তারা সীমান্ত পার হয়। ওই সময় অন্ধকারে বিএসএফ সদস্যরাও ঠিকমতো নজদারি করতে পারে না। ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অনুযায়ী, এ সীমান্তের এক কিমি ঘেঁষে আগামী দু মাস কেউ রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যাতায়াত করতে পারবে না। কাছাড় জেলা প্রশাসক গোকুল মোহন হাজারিকার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এ নিষেধাজ্ঞা অনুযায়ী, ওই সময়ে জেলেরা কাটিগোড়া ব্লক ঘেঁষে সুরমা নদীতেও মাছ ধরতে পারবেন না। নিষেধাজ্ঞার এ সময়ে আন্তর্জাতিক সীমানা ঘেঁষে পাঁচ কিমি-এর মধ্যে কোনো শস্য কিংবা চাল, চিনি, কেরোসিন অথবা অন্য কোনো পণ্যদ্রব্যবাহী রিকশা বা ভ্যানও চলাচল করতে পারবে না। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে করিমগঞ্জ জেলার ৯২ কিমি বরাবর রাত্রিকালীন কার্ফ্যুর বজায় রয়েছে। তা সীমান্ত পরিস্থিতির ওপর নির্ভর করে পর্যায়ক্রমে বাড়ানো হয়।