ভারতে ধর্ষণ প্রতিরোধে নারীদের রিভলবার

 

মাথাভাঙ্গা মনিটর: অব্যাহত ধর্ষণের ঘটনায় অতিষ্ট ভারত এবার নারীদের সুরক্ষায় বিশেষ ডিজাইনের একটি রিভলবার বানিয়েছে। ব্যারেলে নির্ভিক লেখা .৩২ ক্যালিবারের রিভলবারটিতে টাইটানিয়ামের বডি ও সুদৃশ্য কাঠের হ্যান্ডেল রয়েছে। ছয়টি গুলি ধরে এতে। এটি প্রায় ৫০ ফুট দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এটি মেয়েদের পার্সে সহজে এটে যাওয়ার মতো হালকা। ছোট ও হালকা অস্ত্রটির ওজন মাত্র ৫০০ গ্রাম এবং তা মেয়েদের পার্সে সহজেই এটে যায়। এটি গাঢ় মেরুন রঙের জুয়েলারি মোড়কে আবৃত থাকে। রিভলভারটির নাম রাখা হয়েছে দিল্লিতে গণধর্ষণের শিকার সেই মেডিকেল ছাত্রীর নামে। তবে সমালোচকদের অভিযোগ, এর মাধ্যমে গণধর্ষণের শিকার সেই নারীর স্মৃতিকে কটাক্ষ করা হচ্ছে।