ভারতের নির্বাচনে তৃতীয় ধাপে বড় লড়াই শুরু

মাথাভাঙ্গা মনিটর: ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দুটি ধাপে ছোট পরিসরে নির্বাচন হলেও গতকাল বৃহষ্পতিবার শুরু হয়েছে বড় পরিসরে নির্বাচন। গতকাল বৃহষ্পতিবার ১১টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯২টি আসনে নির্বাচন শুরু হয়েছে। কেরালার ২০টি আসনের মধ্যে ২০টিতেই, হরিয়াণার ১০টি আসনের মধ্যে ১০টিতে, দিল্লির ৭টি আসনের মধ্যে ৭টিতেই নির্বাচন শুরু হয়েছে। এছাড়া নির্বাচন চলছে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ১০টিতে, বিহারের ৪০টি আসনের মধ্যে ৬টিতে, ঝাড়খণ্ডের ১৪টি আসনের মধ্যে ৪টিতে, মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ১০টিতে, মধ্য প্রদেশের ২৯টি আসনের মধ্যে ৯টিতে, ছত্তিশগড়ের ১১টি আসনের মধ্যে ১টিতে ও ওড়িশার ২১টি আসনের মধ্যে ১০টিতে নির্বাচন চলছে। একই সাথে ওড়িশা বিধানসভার ১৪৭টি আসনের মধ্যে  ৭০টি আসনেও এদিন ভোটগ্রহণ চলছে। জন্মু ও কাশ্মীরের জম্মুতে, চণ্ডিগড়ে এবং লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপের আসনগুলিতেও ভোট শুরু হয়েছে।  ৯১টি আসনে মোট ১৪১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছে। আজকের ভোটে কংগ্রেস কতোগুলির আসনে তাদের জয় ধরে রাখতে পারে তার পরীক্ষা হচ্ছে।