ভারতের আসাম ও মেঘালয়ে ভয়াবহ বন্যা

মাথাভাঙ্গা মনিটর: ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দেয়ায় ভারতের উত্তরপূর্বাঞ্চলের অধিবাসীদের উঁচু স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বৃষ্টি ও পানির ঢলে পাহাড়ি ওই অঞ্চলগুলোতে ভূমিধসের ঘটনাও ঘটেছে। সোমবার থেকে আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরফলে সৃষ্ট বন্যায় বিভিন্ন সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। বিবিসি ও ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, প্রাকৃতিক এই দুর্যোগে মেঘালয়ে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ভারতশাসিত কাশ্মিরে মরসুমি ভারী বৃষ্টিপাত ও বন্যায় ২৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে মেঘালয়ে প্রাণহানির সংখ্যা ২৫। প্রতিবেদন অনুযায়ী প্রদেশটির উত্তর গারো ও পশ্চিম গারো জেলায় বন্যার পানিতে ভেসে অথবা ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।