ভারতীয় চোরাকারবারীদের ছোঁড়া পাথরে দিনাজপুরে বিজিবির মেজর আহত

স্টাফ রিপোর্টার: ভারতীয় চোরাকারবারীদের ছোঁড়া পাথরে আহত হয়েছেন বিজিবির মেজর নাসির ইমাম রুমী। বিজিবির দিনাজপুর সেক্টর সূত্রে জানা যায়, গত রোববার রাত ২টায় রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা ট্রেনটি হিলি সীমান্তের ২৮৫ নম্বর সীমান্ত পিলারের কাছে এলে চোরাকারবারীরা ট্রেন থেকে ভারতীয় অংশে টাকা ছুঁড়ে দিয়ে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য ট্রেনে তুলতে থাকে। হিলি সীমান্তে টহলরত জয়পুরহাট-৩ বিজিবির উপঅধিনায়ক মেজর নাসির ইমাম রুমী বিষয়টি দেখতে পেয়ে ভারতের অংশে চোরাচালানীদের ছুঁড়ে ফেলা টাকা উদ্ধার করতে টহলরত বিজিবি সদস্যদের নির্দেশ দেন। বিজিবির টহল দল টাকা উদ্ধার করতে গেলে সীমান্তে জিরো পয়েন্টে থাকা ভারতীয় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের বাধা দেয়। এ সময় বিজিবি এবং চোরাকারবারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা সেখান থেকে চলে আসার সময় ভারতীয় চোরাকারবারীরা ইট ও পাথর ছুঁড়ে মারে। এতে ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নাসির ইমাম রুমীর মাথা ও কপাল ফেটে যায়। বিজিবির ওই কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মেজর রুমীর মাথার বাম পাশে ৭টি সেলাই দেন।

৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, আহত মেজর রুমীকে বিজিবি’র তত্ত্বাবধানে চিকিত্সা দেয়া হচ্ছে। হামলার ঘটনায় চোরাকারবারীদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করা হয়েছে। অভিযানকালে ২৪০ বোতল ফেনসিডিল এবং প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে হিলি সীমান্তে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।