বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ : বেড়েছে শীতের প্রকোপ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও চুয়াডাঙ্গায় ছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহওয়া অধিদফতর পূর্বাভাসে বলেছে, দিনে ও রাতের তাপমাত্রা প্রধানত অপরবর্তিত থাকতে পারে।
চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ঈশ্বরদী, পাবনা, রাজশাহী, দিনাজপুর, নীলফমারী ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও হ্রাস পেয়ে গতকাল মঙ্গলবার ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে চুয়াডাঙ্গায় দুস্থ শীতার্তদের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আস্থা সমাজ উন্নয়ন সংস্থা। ভাংবাড়িয়া গ্রামের ১শ’ ৭০ জন দরিদ্র মানুষকে শীতবস্ত্র দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, অর্থ সম্পাদক আবু তালেব, ভাংবাড়িয়া ইউপি সদস্য মনির উদ্দীন, বিল্লাল হোসেন, শফি উদ্দীন, মতিয়ার রহমান, আব্দুল মালেক প্রমুখ।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর আবাসনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আবাসনের ৪২টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, এডিএম আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম, বেগমপুর ভূমি অফিস সহায়ক আছের আলীসহ জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসার ও কর্মচারীবৃন্দ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংক জীবননগর শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ পূর্বক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের জীবননগর শাখা ব্যবস্থাপক নূর মোহাম্মদ আলোচনাসভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, ব্যাংকের ম্যানেজার অপারেশন নাসির উদ্দিন ও বিনিয়োগ ইনচার্জ হাসানুজ্জামান। এ দিন ব্যাংকের পক্ষ হতে প্রায় ৩ শতাধিক শীতার্তের হাতে কম্বল তুলে দেয়া হয়।