ব্রিটেনের সেই নগ্ন ভ্রমণকারীর নয়া বিপত্তি…

মাথাভাঙ্গা মনিটর: সম্পূর্ণ নগ্ন শরীরে পায়ে হেঁটে পুরো গ্রেট ব্রিটেন পাড়ি দেয়ায় ভ্রমণকারী স্টিফেন গফ জনসমক্ষে খবরের শিরোনাম হয়েছিলেন। সে অপরাধে এরই মধ্যে ৭ বছর জেল খেটেছেন তিনি। গফ এতোটাই গুরুত্ব পেয়েছিলেন যে, ব্রিটিশ গণমাধ্যম তার নাম দেয় দ্য নেইকেড ৱ্যাম্বলার। দৈর্ঘ্যের হিসাবে পুরো গ্রেট ব্রিটেন হেঁটে ২০০৩-০৪ ও ২০০৫-০৬ সালে পরপর দু’বার পাড়ি দিয়েছিলেন গফ। ব্রিটিশ নৌবাহিনীর সাবেক এ সদস্যের মাথায় একটি হ্যাট ও পিঠে একটি ঢাউস আকৃতির ব্যাগ ছাড়া আর কোনো কাপড় ছিলো না। গত মঙ্গলবার আইনি লড়াইয়ে হেরে গেলেন তিনি। ইউরোপের মানবাধিকার আদালতের দেয়া রায়ে বলা হয়েছে, অন্যের অনুভূতির প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে তাকে। ওই দু বার ব্রিটেন পাড়ি দেয়ার সময় ইংল্যান্ড ও স্কটল্যান্ডে দু বার গ্রেফতার হন তিনি। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে দায়ের করা ৩০টি ছোটখাটো অভিযোগে ও অন্যান্য অপরাধে এবার দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তার শাস্তির বর্ধিত মেয়াদের রায় এখনও ঘোষণা করা হয়নি।