ব্রাজিলে সরকারবিরোধী লাখো মানুষের বিক্ষোভ

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিসংশনের দাবিতে দেশজুড়ে লাখো মানুষ বিক্ষোভ করেছে। সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির অর্থনৈতিক মন্দা ও রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানিতে দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে অভিসংশনের এ দাবি জানিয়েছেন। দেশটির অন্যতম প্রধান শহর সাও পাওলোর রাজপথ থেকে কোপাকাবানা সমুদ্রসৈকত ও আরো বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা। রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেসের বাইরেও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অনেকে ব্রাজিলের জাতীয় ফুটবলদলের জার্সি পরে দিলমা আউট লেখা ব্যানার নিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল ও জ্বালানি কোম্পানি পেট্রব্রাসে ঘুষ ও দুর্নীতির যে অভিযোগ উত্থাপিত হয়েছে তাতে রৌসেফ জড়িত না হলেও তার অজ্ঞাতসারে কিছু ঘটেনি।