ব্যাংককে বোমা হামলায় প্রধান সন্দেহজনক গ্রেফতার

 

মাথাভাঙ্গা মনিটর: ব্যাংককের এরাওয়ান মন্দিরের কাছে বোমা হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত প্রধান সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করেছে থাই পুলিশ। শনিবার গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে সিসিটিভি ফুটেজে বিস্ফোরণস্থলের কাছে ব্যাগ ফেলে যেতে দেখা গেছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা। দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাভনসির জানান, শনিবার ব্যাংককের উত্তরাঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। সেখানে প্রবেশ করে বোমার তৈরির সম্ভাব্য বিভিন্ন সরঞ্জামের সন্ধানও পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র। দেশটির ডেপুটি পুলিশ চিফ জেনারেল চাকটিপ চাইজিনদা বলেন, আমরা তার অ্যাপার্টমেন্টে বোমা তৈরির বিভিন্ন উপাদান খুঁজে পেয়েছি। বোমা বিস্ফোরণের সাথে এ যুবকই জড়িত ছিলো বলে মনে হচ্ছে। উল্লেখ্য, থাইল্যান্ডে স্মরণকালের ভয়াবহতম বিস্ফোরণে ২২ জন নিহত হন। এদের মধ্যে এশিয়ার কয়েকটি দেশের ৯ বিদেশি পর্যটকও রয়েছেন। এতে চীন ও তাইওয়ানের নাগরিকসহ ১২৩ জন আহতও হন।