ব্যক্তিগত গোপনীয় তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ-১০

 

মাথাভাঙ্গা মনিটর: ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জনপ্রিয় এ নতুন অপারেটিং সিস্টেম  ডিফল্ট ব্যবস্থা হিসেবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার অবাধ সুযোগ পায়। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মাইক্রোসফটের আউটলুকের অ্যাকাউন্টের মাধ্যমে উইন্ডোজ ১০ ব্যবহার করতে সাইন ইন করতে হয়। এতে ব্যবহারকারীর ইমেইল, কন্টাক্ট এবং ক্যালেন্ডারের সব ডাটা পড়ার সুযোগ পেয়ে যাচ্ছে মাইক্রোসফট। ওয়েব ডেভপলার জোনাথন পোর্টা জানান, ব্যবহারকারীর অবস্থান এবং অবস্থান বিষয়ক হিস্ট্রিও হাতিয়ে নিচ্ছে এ অপারেটিং ব্যবস্থা। এ নিয়ে ওই কোম্পানি রীতিমত হিমশিম খাচ্ছে। এ অভিযোগ থেকে মুক্তির নানা কৌশল আবিস্কারে এখন তারা মরিয়া হয়ে উঠেছেন। ওই প্রযুক্তি ব্যবহারকারীর গোপন ও ব্যক্তিগত তথ্য হর-হামেশাই চুরি হচ্ছে। অত্যন্ত গোপনীয় কায়দায় এসব চুরি হয়।। উইন্ডোজ-১০ বাজারে আসতে  না আসতেই এমন অভিযোগ উঠলো। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার মাত্র দু দিনের মাথায় এক কোটি ৪০ লাখ গ্রাহক এটি ডাউনলোড করেন। এছাড়া, উইন্ডোজ-১০’কে অনেকেই বিস্ময়কর, অনবদ্য এবং দারুণ বলে মন্তব্য করতেও শুরু করছেন। আগের থেকে নতুন এ উইন্ডোজ অনেক বেশি গতিসম্পন্ন ও মজাদার বলে দাবি করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।