বেতন স্কেল ও পদবি পরিবর্তনের দাবিতে ঝিনাইদহে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি

 

ঝিনাইদহ অফিস: বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি জেলা শাখার আয়োজনে ষষ্ঠ দিনের মতো তারা আন্দোলন করেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দু ঘণ্টাব্যাপি কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।

সকাল ১০টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কর্মচারীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি জেলা জজ আদালত চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খান, সহসভাপতি জাহিদ হাসান, রতন কুমার মিত্র, ইসমাইল হোসেন, ফেরদৌসি বেগম, সুকুমার বিশ্বাস, সাদ আহমেদ, হুমায়ুন আজাদ লাভলু, নাজমা সুলতানা, মলয় মুখার্জী, আনোয়ার হোসেন, মোরশেদ ইকবালসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের যোগ্যতা থাকা সত্ত্বেও পদবি পরিবর্তন করা হয়নি।