বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রোহিঙ্গাদের দেখতে ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার পথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও যুবদল পৃথক স্থানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ওহিদুল আলম মানি খন্দকার, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান, জেলা যুবদলের সদস্য আরিফ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান হক উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহেদ মো. রাজীব খান।
অপরদিকে, জেলা যুবদলের একাংশ সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলের শুরুতেই পুলিশি বাধার মুখে পড়ে তার প- হয়েছে। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, মহিলা দলনেত্রী জাহানারা পারভীন, সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য মনির”জ্জামান লিপটন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।