বেগম খালেদা জিয়ার গাড়িবহরে পুলিশি হামলার প্রতিবাদে মেহেরপুর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুজিবনগর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে পুলিশি হামলার প্রতিবাদে ও সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ও দারিয়াপুর বাজার প্রাঙ্গণে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। মিছিল শেষে মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে দারিয়াপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাসুদ অরুন বলেন, এ দেশের ১৬ কোটি মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দমন-পীড়ন করেও সরকারের শেষ রক্ষা হবে না। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার সময়োপযোগী ভাষণে দেশের মানুষের আকাঙ্খার প্রতিফলন হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে বেগম খালেদা জিয়ার ঘোষিত রুপরেখা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে একটি গণতান্ত্রিক সমঝোতার পথ উন্মুক্ত করেছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেখ সাঈদ আহমেদ, জেলা বিএনপির যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা আবু সুফিয়ান হাবু, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজদ্দিন মাস্টার, সহসভাপতি রুস্তম আলী, আব্দুল হালিম মালিথা, সাধারণ সম্পাদক রায়হানুল কবীর, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মাস্টার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা আহমেদ রাজিব খান,  সোহেল হোসেন প্রমুখ।

অপরদিকে মেহেরপুর মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে মুজিবনগর কেদারগঞ্জ মোড়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে পথসভার আয়োজন করা হয়। বিএনপি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আনছার-উল হক। বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি গোলাম মহি হিরু, সালাউদ্দিন আহমেদ, বজলুর রহমান প্রমুখ।