বেগমপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময়সভা

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধ, মানসম্মত শিক্ষা, মাদক, আইনশৃঙ্খলা, ইভটিজিং, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও ব্যবসায়ী কর আদায় সম্পর্কিত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান বলেন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে আঢ়ষ্ট হয়ে যায়। মানুষ জন্মগ্রহণ করেই প্রকৃত মানুষ হয়না। নানাবিধ শিক্ষাগ্রহণ করে নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হয়। শিক্ষাহীন জাতি কোনোদিনও মাথাউঁচু করে দাঁড়াতে পারেনা। ব্যক্তিবর্গ উন্নতি, সামাজিক উন্নতি, কিংবা জাতীয় উন্নতির জন্য চাই শিক্ষা। মানুষের সম্পূর্ণ বিকাশের জন্য চাই শিক্ষা। বর্তমান সভ্য সমাজে শিক্ষা ছাড়া সবকিছুই মূল্যহীন। যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো উন্নত। জাতির একমাত্র মুক্তির পথ হচ্ছে শিক্ষা। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। আসুন সবাই মিলে এর প্রতিরোধ করি। জাতিসংঘ সনদ অনুযায়ী মেয়ের বয়স ১৮ এবং ছেলের বয়স ২১ বছরের একদিনও বাকি থাকলে তারা শিশু। আর একটি শিশুর সাথে আর একটি শিশুর কখনও বিয়ে হতে পারে না। যারা এ কাজটি করে থাকেন তারা আইনের চোখে সকলেই অপরাধী। আমরা জেনে শুনে কেন অপরাধ করবো। একটি শিশু জীবন শুরু করে পরিবার থেকে। শিশুটি যদি মাকাশক্ত হয়ে পড়ে এরজন্য ওই পরিবার অনেকাংশে দায়ী। তাই শিশু বেড়ে ওঠার সময় তার প্রতি সবসময় নজর রাখতে হবে। কারণ একটি শিশু একটি সমাজ নষ্ট করার জন্যই যথেষ্ট। ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা। আর এ সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং সেবা পেতে প্রতিটি নাগরিককে ট্যাক্স দিতে হবে। তাহলে পরিষদের সেবা পেতে আপনার জন্য সুবিধা হবে। তাই ট্যাক্স পরিষদের জন্য ইউনিয়ন বাসিকে সবাই মিলে উদ্বুদ্ধ করতে হবে।

গতকাল রোববার সকাল ১১টায় বেগমপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, হিজলগাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মুহিতুর রহমান মুহিত। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী আলী আকবর। এছাড়ও আলোচনা করেন হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, শিক্ষক ওয়ালিউল্লা, মফিজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, জিয়াউল হক, হিজলগাড়ি কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মাহাতাব উদ্দিন, প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান, ইউপি সদস্য আক্কাচ আলী, কায়েস উদ্দিন, আলী কদর, আবুসালে, এরেং মণ্ডল, আমিরুল ইসলাম, বাক্কা জোয়ার্দ্দার, নাছিমা বেগম, হালিমা খাতুন, আহারন নেছা। অনুষ্ঠানটি পরিচালনা এবং ইউনিনের সার্বিক বিষয় সম্পর্কে প্রথান অতিথিকে অবহিত করেন বেগমপুর ইউপি সচিব আসাবুল হক মাসুদ।