বেগমপুরের ঝাঝরি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঝরি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা তেহর আলীকে করা হয়েছে জরিমানা।

জেলা ব্যাপী বাল্যবিয়েকে দেখানো হচ্ছে লাল কার্ড। জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে প্রচার প্রচারণা। ঠিক তখনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের তেহর আলী তার ৬ষ্ঠ শ্রেণিতে পড়া মেয়ে শিল্পী খাতুনকে বসিয়েছে বিয়ের পিড়িতে। গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা এসিল্যাণ্ড মারুফুল আলমের নেতৃত্বে চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা তেহর আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল।