বেঁচে গেলেন মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী

মাথাভাঙ্গা মনিটর: গাড়ি বোমা হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম। কায়রোতে ইব্রাহিমকে হত্যার উদ্দেশে ওই গাড়ি বোমা চালানো হয়। গতকাল বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় কায়রোয় নাসের সিটিতে মন্ত্রীর বাড়ির সামনে এ হামলা হয়। নাসের সিটি মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। তবে এখন পর্যন্ত কেউই এই হামলার বিষয়ে কোনো কথা বলেনি। হামলার কয়েক ঘণ্টার পর সরকারি টেলিভিশনে এক ভাষণে এ হামলাকে কাপুরুষোচিত হামলা বলে উল্লেখ করেন মোহাম্মদ ইব্রাহিম। হামলায় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি। মন্ত্রী কার্যালয়ের উদ্দেশে যাওয়া পথে এই হামলা চালানো হয়। অন্যদিকে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মন্ত্রী তার বাড়ি ত্যাগ করার কিছুক্ষণ পর নিকটস্থ ভবনের ছাদ থেকে বিস্ফোরক ডিভাইস ছুঁড়ে মারা হয়।