বুধের সকালে মঙ্গলে ইতিহাস গড়লো ভারত

 

মাথাভাঙ্গা মনিটর: মঙ্গলে উষা বুধে পা নয়। বুধের উষায় মঙ্গলের কক্ষপথে ঢুকল ‘মম’। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর হয়ে থাকলো এ দিনটি। ৩২৩ দিন অপেক্ষার পর সাফল্য পেলেন ইসরোর বিজ্ঞানীরা। মঙ্গলের কক্ষপথ থেকে মঙ্গলের দিকে যাত্রা শুরু করল মঙ্গলযান ল্যাম। এর আগে ল্যামের (লিকুইড অ্যাপোজি মোটর, যা মঙ্গলের পৃষ্ঠে নেমে পরীক্ষা নিরীক্ষা চালাবে) সফল পরীক্ষা বিজ্ঞানীদের আত্মবিশ্বাস কয়েকগুন বাড়িয়ে দিয়েছিলো। তখনই মঙ্গলান অভিযান সফল হওয়ার বিষয়ে অনেকটাই নিশ্চিত হয়ে যান তারা। এবার শুধু ছিলো সময়ের অপেক্ষা। অবশেষে অপেক্ষার অবসান। বুধের সকালে মঙ্গলের দিকে ধেয়ে যেতে শুরু করলো মঙ্গলযান। এদিন সকাল ৭.৪৩ নাগাদ বিস্ফোরণ শেষ হয়ে যায় ল্যামের। ৮.০২ নাগাদ মঙ্গলের কক্ষপথের দিকে যাত্রা শুরু করে যানটি। কেন এই বিস্ফোরণ। কক্ষপথ থেকে মঙ্গল গ্রহে পৌঁছতে গতির প্রয়োজন। বিস্ফোরণ ফলে তৈরি হওয়া গতিই মঙ্গলের কক্ষপথ থেকে ল্যামকে মঙ্গলে নিয়ে যাবে। এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে মঙ্গল অভিযানে সাফল্য পেলো ভারত। এছাড়া  ভারতই প্রথম দেশ যে প্রথমবারের উৎক্ষেপণেই সাফল্য পেয়েছে। ক্রমশ মঙ্গল গ্রহের দিকে এগিয়ে চলেছে এটি। ভারতীয় বিজ্ঞানীদের এই কৃতিত্বের জন্য তাদের অভিনন্দন জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘দেশের বিজ্ঞানীদের প্রতি আমি গর্বিত।’ মঙ্গলের কক্ষপথে থেকে মঙ্গলের দিকে যাত্রা শুরুর পরই একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন ইসরোর বিজ্ঞানীরা।