বিষ্ণুপুর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদরাসার মতবিনিময়সভায় জেলা পরিষদ প্রশাসক মঞ্জু

 

 

আ.লীগই সবচেয়ে বেশি মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা করেছে

দামুড়হুদা প্রতিনিধি: বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয় ঢাকার কাকরাইল মসজিদ নির্মাণ, টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার যে জায়গা সেটাও বন্দোবস্তসহ দেশের অসংখ্য মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা করেগেছেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে বিষ্ণুপুর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদরাসার উন্নয়নকল্পে মাদারাসা কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন এবং এ মাদারাসা উন্নয়নে পর্যায়ক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

বিষ্ণুপুর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদরাসা কমিটির সভাপতি হাজি আ. মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সোহবার হোসেন, আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম, মাদরাসা কমিটির সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাও. বিলায়েত হোসেন, সাবেক ইউপি সদস্য মনিরদ্দিন, আ.লীগ নেতা আব্দুল বারি, শিক্ষক দীন মোহাম্মদ, যুবলীগ নেতা মাহবুব হোসেন, লাল্টু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জুড়ানপুর ২ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।