বিশ্ব ভালোবাসা দিবসে চুয়াডাঙ্গা-মেহেরপুর

স্টাফ রিপোর্টার: বিশ্ব ভালোবাসা দিবসে চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। দিবসে প্রেমিক তার প্রেমিকার জন্য, প্রেমিকা তার প্রেমিকের জন্যই শুধু নয়, স্বামী-স্ত্রীও একে অপরের জন্য উপভোগ্য করে তোলার চেষ্টা করেছে। মা ভালোবেসেছে সন্তানকে, সন্তান মাকে। ভ্যালেন্টাইনস ডে যেভাবেই উৎপত্তি হোক না কেন, দিনটি এখন বিশ্ব জুড়েই যেন ভালোবাসাবাসীর হয়ে দাঁড়িয়েছে।

চুয়াডাঙ্গার আবুল কাশেম সড়কের শ্রীমন্ত টাউন হলের নিকট, প্রিন্স প্লাজাসহ বিভিন্ন স্থানে অসংখ্য ফুলের দোকান ফুলের পসরা সাজিয়ে বসে। মাঝে মাঝেই এ দোকানে ভিড় জমতে থাকে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে সন্ধ্যায় পরিষদের সহ-সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কবিতা পাঠের আসরে আলোচনায় অংশ নেন কবি সাংবাদিক জেড আলম, মো. আবুল কাশেম, অমিতাভ মীর, জাহিদুল ইসলাম, হাবিবি জহির রায়হান, ডা. কামরুজ্জামান মধু প্রমুখ। বক্তাগণ বিশ্ব ভালোবাসা দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটির ইতিবাচক দিকটি গ্রহণ ও নেতিবাচক দিকসমূহ বর্জনের ওপর গুরুত্বারোপ করেন। অপরদিকে  সন্ধ্যায় চুয়াডাঙ্গার শ্যাকড়াতলা মোড়ে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে লাইফ অব শ্যাকড়াতলার উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে স্থানীয় ও বহিরাগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মেহেরপুর ব্লাক অ্যান্ড হোয়াইট ব্যান্ডের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভ্যালেন্টাইনস কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যে সাড়ে ৬টায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।

ব্লাক অ্যান্ড হোয়াইট ব্যান্ডের ব্যান্ড লিডার আল মামুন অনলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান, ডা. ওবাইদুর রহমান পলাশ, সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহাবুবুল হক মন্টু, প্রভাষক মামনুর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সাফিনাজ আরা ইরানীকে ব্লাক অ্যান্ড হোয়াইট ব্যান্ডের পক্ষ থেকে আজীবন গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। পরে সেখানে ভ্যালেন্টাইন কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন অনল, শ্যামল, সুমন আযম, নয়ন, শিমুল প্রমুখ।