বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী গোষ্ঠী আইএস

মাথাভাঙ্গা মনিটর: ইসলামিক স্টেট (আইএস) বিশ্বের সবচেয়ে সম্পদশালী সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। কালোবাজারে তেল বিক্রি, মুক্তিপণ ও চাঁদাবাজি থেকে গোষ্ঠীটি মাসে কোটি কোটি ডলার আয় করে থাকে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর টেররিজম এন্ড ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ডেভিড কোহেন গত বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি জানান, প্রতিদিন শুধু অপরিশোধিত তেল বিক্রি করেই গোষ্ঠীটি ১০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নিচ্ছে। চলতি বছরের শুরুর দিকে ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি তেলক্ষেত্র দখল করে নেয়। ওই তেল কালোবাজারে বিক্রি করছে আইএস। কোহেন বলেন, অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর চাইতে আইএস অত্যন্ত দ্রুতগতিতে সম্পদ সংগ্রহ করছে। আর এ কারণে তাদের কাছে অর্থ সরবরাহ বন্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোহেন আরো বলেন, আমাদের এমন কোনো গোপন অস্ত্র নেই যা দিয়ে রাতারাতি আইএসআইএল (আইএস)-এর ভাণ্ডার শূন্য করে ফেলবো। এটি একটি দীর্ঘমেয়াদী লড়াই হবে। আর এই মুহূর্তে আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আইএস’র বিরুদ্ধে লড়াইয়ে ওবামা প্রশাসনের যে দলটি কাজ করছে কোহেন সেই দলের অন্যতম সদস্য।