বিভ্রান্তজিহাদের বিষয়ে সৌদি ইমামের সতর্কবাণী

মাথাভাঙ্গা মনিটর:জিহাদের বিভ্রান্তিকরডাকে পথভ্রষ্ট না হতেমুসলিম তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের শীর্ষ ধর্মীয় নেতা শেখআব্দুল আজিজ আল–আসশায়িখ।সম্প্রতি মক্কার নেদা আল ইসলাম রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে একেগুরুতর বিষয়বলে বর্ণনা করেছেন তিনি।বিদেশি জিহাদি সংগঠনের জন্য সদস্যসংগ্রহের অভিযোগে সম্প্রতি সৌদি আরবে আট ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই ঘটনারপ্রেক্ষিতে দেশটির জ্যেষ্ঠ উলেমা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান মুফতি শেখ আব্দুলআজিজ মুসলিম তরুণদের প্রতি এই আহ্বান জানিয়েছেন।ইরাক ও সিরিয়ায় বিদ্রোহীলড়াইরত জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) তাদের কথিত জিহাদেযোগ দেয়ার জন্যমুসলিম তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে।আইএস’র আহ্বানের বিরোধীতা করে, আহ্বানকারীদের নীতি-আদর্শ না জেনে অজানা দেশে অজানা পতাকার নিচে নিজেকে সপে দেয়ারবিপদ সম্পর্কে মুসলিম তরুণদের সতর্ক করেছেন মুফতি আজিজ।এতে আহ্বানকারীদেরহাতে বন্দি হওয়ার, বিক্রি হয়ে যাওয়ার বা আপস করতে বাধ্য হওয়ার সম্ভাবনা আছে বলেমন্তব্য করেছেন তিনি।তরুণদের বিভ্রান্ত করে জিহাদের নামে ভিনদেশে পাঠিয়েকঠিন বিপদের মুখে না ফেলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।