বিনামূল্যে চিকিৎসা দেবে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ হাসপাতাল

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে আগামী মাস থেকে সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। এ চিকিৎসাসংক্রান্ত যাবতীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও হবে বিনামূল্যে। এমনকি ওষুধও দেয়া হবে বিনামূল্যে। গতকাল সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দেন। মমতার ঘোষণার পর এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব মলয় কুমার দে। বিনামূল্যে চিকিৎসার তালিকায় থাকছে ক্যান্সার, হৃদরোগ, থ্যালাসেমিয়া, ডায়াবেটিকসের মতো রোগ। এসব রোগীকে বিনামূল্যে ওষুধ দেয়া হবে। এছাড়া কেমোথেরাপি, রেডিও থেরাপি, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, ক্যাথ ল্যাব, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, সুগার, রক্তচাপ ইত্যাদি পরীক্ষাও করা হবে বিনামূল্যে। এমনকি দিতে হবে না রোগীকে বেড খরচও। এর আগে অবশ্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি সরকারি হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার, ডায়ালাইসিস ইউনিটসহ একাধিক পরিসেবা চালু করেছে।