বিদ্যুতস্পৃষ্টে দুছাত্রী জখম : দৃশ্য দেখে আতঙ্কে অসুস্থ আরও দুছাত্রী

চুয়াডাঙ্গা কোর্টপাড়ার একটি ভবন ঘেঁষা উচ্চ ক্ষমতার বিদ্যুত সঞ্চালন তার 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্টপাড়ায় বেসরকারি ছাত্রী হোস্টেলে বিদ্যুতস্পৃষ্টে দুছাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ৪তলা ভবনের ৪ তলায় থাকা ২২জন ছাত্রীর মধ্যে তানজিলা হক তন্বী বিদ্যুতস্পৃষ্টে আহত হন। তাকে বাঁচাতে গেলে আহত হয়েছেন সহপাঠী সুলতানা আক্তার রিক্তা। বিদ্যুতস্পৃষ্টে দু’ছাত্রী আহত হওয়া দেখে একই ছাত্রীবাসের আরও দু’ছাত্রী রোকাইয়া ও নীলা সুলতানা মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে গেলে এদেরকেও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্টপাড়া প্রদীপন বিদ্যাপিঠের অদূরে জেলের ধারেই রয়েছে অ্যাড. আব্দুল মালেকের ৪তলা বাড়ি। এ বাড়ির দু’তলা ও ৪ তলায় প্রায় ৪০জন ছাত্রী মেস করে থাকেন। এ ভবনের কোলঘেঁষে গেছে উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক লাইন। গ্রিলঘেঁষা বৈদ্যুতিক লাইনের কারণে মাঝে মাঝেই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। এরপর ভবনের একটি ওয়াল ভেঙে দরজা নির্মাণের কাজ করা হচ্ছে। ওখানেই বের হয়ে থাকা রডে বিদ্যুতের তার ঠেকে গ্রিল বিদ্যুতায়িত হয়। গতকাল বুধবার বিকেল আনুমানিক ৫টায় ছাত্রী তানজিলা হক তন্বী গ্রিলের পাশে দাঁড়ালে বেখেয়ালে হাত লাগে। হাতের একাংশ ঝলসে যায়, আছড়ে পড়ে। গ্রিলে পা পড়লে পাও ঝলসে যায়। তাকে উদ্ধার করতে গেলে বিদ্যুতস্পৃষ্টে আহত হয় ওপর ছাত্রী সুলতানা আক্তার রিক্তা। দুজনকেই নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তানজিলা হক তন্বী সুবলপুর মসজিদপাড়ার আশাবুল হকের মেয়ে। আর রিক্তা দামুড়হুদা সদাবরির আব্দুর রউফের মেয়ে।

তন্বী ও রিক্তা বিদ্যুতস্পৃষ্টে আহত হওয়ার সময় ছাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির মালিকের বিরুদ্ধেও ক্ষোভ উপরে দিতে শুরু করে অনেকে। এসময় আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন নীলা সুলতানা ও রোকাইয়া খাতুন। এদেরকেও নেয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, ভীতিকর পরিবেশে আতঙ্কগ্রস্ত হয়ে ওরা গণহিস্টোরিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসা চলছে। দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে আমাদের বিশ্বাস।

এদিকে ঘটনার পর পরই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হাসপাতালে হাজির হন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ। তিনি এ দুর্ঘটনার জন্য বাড়ির মালিকের চরম উদাসিনতাকে দায়ী করে বলেছেন, পূর্বেও বিদ্যুতস্পৃষ্টের ঘটনা ঘটেছে। এরপরও নিরাপত্তার ব্যবস্থা গড়ে তুলতে না পারার কারণে ছাত্রীদের প্রাণহানির মতভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তন্বী ও রিক্তা সরকারি বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।