বিদ্যুতস্পৃষ্টে আলমডাঙ্গার মোচাইনগর গ্রামের সমাজসেবক রানা মুন্সির মৃত্যু

 

আসমানখালী প্রতিনিধি: বিদ্যুতস্পৃষ্ট হয়ে আলমডাঙ্গার আসমানখালীর মোচাইনগর গ্রামের সমাজকর্মী রানা মুন্সি (৪০) মারা গেছেন।

গ্রামসূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোচাইনগর গ্রামের মৃত মঈনুদ্দীন মাস্টারের ছেলে রানা মুন্সি (৪০) বাড়ি থেকে মাঠে ধানের জমিতে সেচ দিতে বের হন। মাঠে পৌঁছে বৈদ্যুতিক সেচযন্ত্রের সুইচ অন করতে গেলে তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে সেচযন্ত্রের সুইচ অন করার সময় কাদার ওপর রানা মুন্সির পা পড়লে পিছলে যায়। সে সময় দেহ ভারসাম্যহীন হয়ে পড়লে তার হাত বৈদ্যুতিক তার স্পর্শ করে। ফলে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ২ বছর বয়সী এক কন্যা সন্তানের জনক রানা মুন্সির লাশ গতকাল রাত সাড়ে ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। নিজ গ্রামে তিনি মা স্টডিয়াম নামক খেলার মাঠ নির্মাণ করেন। তিনি ছিলেন নিজ গ্রামের মসজিদ, মাদরাসা, ঈদগাহ ও কবরস্থানের সভাপতি। তার আকস্মিক মৃত্যুতে আত্মীয়-পরিজন হয়ে পড়েছেন শোক বিহবল। গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।