বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিল করে পুনঃতফশিলের দাবি তুলে যুবলীগ নেতা প্রধান শিক্ষকের কক্ষে ঝুলিয়েছেন তালা : উত্তেজনা

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিল করে পুনঃতফশিল ঘোষণার দাবি জানাতে গিয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করাসহ দরজায় তালা মারার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিদ্যালয় চলাকালে স্থানীয় যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া এ ঘটনা ঘটালে উত্তেজনা দানাবাধে। ঘণ্টা দেড়েকের মাথায় প্রধান শিক্ষকের কক্ষে মারা তালা খুলে দেন অপর যুবলীগ নেতা শাহীন।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের খাসকররা বাজার সংলগ্ন খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির নির্বাচনী তফশিল সম্প্রতি ঘোষণা করা হয়। তফশিল প্রকাশের পর বর্তমান সভাপতি  স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল গনী মনোনয়ন সংগ্রহ করেন। বিল্লাল গণী প্রার্থীতা প্রত্যাহার করলে ফারুক বিশ্বাসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুন নির্বাচিত ঘোষণা করেন। গত ৬ সেপ্টেম্বর ঘোষণার পর ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি জিয়াউর রহমান জিয়া বলেন, ওই নির্বাচন মানি না। নতুন করে ভোট দিতে হবে। আমিও প্রাথী হয়ে নির্বাচনে অংশ নেবো। এ নিযে চাপা উত্তেজনা দানা বাধে। এ তথ্য দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুর রহমান বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় চলাকালে জিয়াউর রহমান জিয়া আমার কক্ষে প্রবেশ করে। আপত্তিকর কথা বলে। ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা মেরে দেয়।

বিষয়টি জানাজানি হলে উত্তেজনা দানা বাধে। অভিভাবক মহল বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠিত হতে থাকেন। এরই এক পর্যায়ে যুবলীগ নেতা শাহিন প্রধান শিক্ষকের কক্ষের তালা খুলে দেন। পরে যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার মধ্যে বাগবিতণ্ডা ধস্তাধস্তি শুরু হলে স্থানীয় অস্থায়ী ফাঁড়ি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।