বিজয় দিবসে জামায়াতে ইসলামীর আলোচনাসভায় চুয়াডাঙ্গা জেলা আমির বর্তমান সরকার আব্দুল কাদের মোল্লাকে জুডিসিয়াল হত্যা করলো

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীও মহান বিজয় দিবস পালন করেছে। জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখা ও আলমডাঙ্গা উপজেলা শাখা পৃথকভাবে আলোচনাসভার আয়োজন করে। এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার জেলা জামায়াতের অফিসে চুয়াডাঙ্গা জেলা শাখার আমির আনোয়ারুল হক মালিকের সভাপতিত্বে বিজয় দিবসের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলার নায়েবে আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারি হাওলী ইউপি চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, জেলার সহকারী সেক্রেটারি রুহুল আমীন, জেলা শ্রমিককল্যাণ সভাপতি অ্যাড. মসলেম উদ্দীন, জেলা শুরা সদস্য অ্যাড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা সদর আমির আব্দুর রউফ, চুয়াডাঙ্গা পৌর শাখার আমির মফিজুর রহমান জোয়ার্দ্দার, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, দর্শনা পৌর আমির আব্দুল কাদের, জীবননগর উপজেলা আমির প্রমুখ। জেলা আমির আনোয়ারুল হক মালিক বলেন, গুলি চালিয়ে সারাদেশে পাখি শিকারের মতো সরকারের মানুষ হত্যা চলছে। ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। শুধু ইসলামী আন্দোলন করার কারণেই বর্তমান সরকার আব্দুল কাদের মোল্লাকে জুডিসিয়াল হত্যা করলো। এর জবাব দেশবাসীর কাছে দিতে হবে। পৌর জামায়াতও আলোচনাসভার আয়োজন করে। সভাপতিত্ব করেন পৌর আমির।

ডাউকী প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বিকেল ৪টায় আলমডাঙ্গা হাউসপুর ব্রিজমোড়ে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসরাফ হোসেন। উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক সামছুল আরেফিন, জেলা অফিস সম্পাদক মামুন রেজা, উপজেলা সভাপতি আশরাফুল আলম, শহর সভাপতি আশরাফুল হক, ডাউকি ইউনিয়ন জামায়াত আমির আব্দুল মান্নান, কুমারী আমির বিল্লাল হোসেন, কালিদাসপুর আমির আব্দুল কুদ্দুস, জামজামি আমির সেলিম রেজা, আইলহাস আমির আব্দুল কাদের প্রমুখ।