বিচারপতি হাবিবুর রহমানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি….রাজেউন)। গতরাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তার মৃত্যুতে প্রেসিডেন্টে মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। সর্বজনগ্রাহ্য গুণী এ মানুষের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের বিচারাঙ্গণসহ সর্বত্র। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান শুভানুধ্যায়ীরা। হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, রাত ৯টা ২০ মিনিটের দিকে হাবিবুর রহমান বাসায় মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়, শনিবার ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে হাঁটাহাটি করেন হাবিবুর রহমান। বিকেলে গাড়ি চালককে নিয়ে বাসার ছাদে ফুলের চারার পরিচর্যা করেন। রাতে বিবিসির খবর শোনেন এবং পরিচিতজনদের সাথে কিছু সময় কাটান। তারা চলে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি স্ত্রী ইসলামা রহমান ও তিন মেয়ে রেখে গেছেন। বড় মেয়ে রুবাবা রহমান ও স্ত্রীকে নিয়ে গুলশান-১ নম্বরের ১২৪ নম্বর রোডের বাসায় থাকতেন তিনি। অপর দু মেয়ে নুসরাত হাবিব ও রওনাক শিরিন যুক্তরাষ্ট্রে থাকেন। হাবিবুর রহমানের শ্যালক আলী ইফতিয়ার চৌধুরী  জানান, হাবিবুর রহমানের  মেজ মেয়ে নুসরাত হাবিব যুক্তরাষ্ট্র থেকে সোমবার ভোরে দেশে আসবেন। এরপরই লাশ দাফন করা হবে। তিনি জানান বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে। তবে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।