বিএসএফ সদস্যের ফাঁসি চান ফেলানীর মা

স্টাফ রিপোর্টার: ফেলানীর হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের ফাঁসি চাই’ কথাগুলো কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ফেলানীর মা জাহানারা বেগমের। গতকাল মঙ্গলবার ফেলানীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।

কিশোরী ফেলানী ২০১১ সালের ৭ জানুয়ারি তার পিতা নুরুল ইসলামের সাথে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ’র গুলিতে নিহত হয়। ফেলানীর পিতা নুরুল ইসলাম বলেন, এখন আর কেউ ফেলানীর খোঁজখবরে আসে না। অন্যান্য বছর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগ নিলেও এ বছর কেউ পাশে দাঁড়ায়নি। ফলে নিজেদের সামর্থ্য বিবেচনা করে মিলাদ দিয়ে গরিব মানুষকে খাওয়াচ্ছি। নুরুল ইসলাম আরও বলেন, ভারতীয় বিচারিক কর্তৃপক্ষ ফেলানী হত্যার রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়ায় তিনি আশ্বস্ত। তার আশা, ভারতীয় আদালতে তার মেয়ে সুবিচার পাবে।