বিএসএফের পাথর নিক্ষেপে প্রাণ গেল বাংলাদেশি রাখালের

স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ছোড়া পাথরের আঘাতে আজাহার আলী নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার বুড়িমারী সীমান্তে এ ঘটনা ঘটে। ওই সময় বিএসএফের ককটেলের আঘাতে লোকমান হোসেন নামে আরো এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছে। নিহত আজাহার আলী পাটগ্রাম উপজেলার রহমানপুর গাটিয়ারভিটা এলাকার ময়নুল হকের ছেলে।

স্থানীয় বিজিবি সূত্রে জানা গেছে, দুই দিন আগে বাংলাদেশি আজাহার আলীসহ একদল গরু পারাপারকারী রাখাল জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবস্থান নেয়। সুযোগ বুঝে বৃহস্পতিবার ভোরে গরু নিয়ে একই পথ দিয়ে দেশে ফেরার পথে ভারতীয় কুচবিহার ৬১-বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে ককটেল ও পাথর নিক্ষেপ করে। এতে গুরুতর অবস্থায় লোকমান হোসেনসহ অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজাহার আলী ঘটনাস্থলেই মারা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের মরদেহ সানিয়াজান নদীর ওপর থাকা বেইলী ব্রিজের ভাটিতে কুচরিপানার ভেতর থেকে বিএসএফ উদ্ধার করে বিজিবিকে খবর দেয়।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান জানান, ভারতীয় বিএসএফ কর্তৃক উদ্ধার হওয়া মরদেহটি বাংলাদেশি আজাহার আলীর। আজাহার আলীর ভায়রা লোকমান হোসেন গুরুতর আহত অবস্থায় পালিয়ে এসে রংপুরে চিকিৎসা নিচ্ছেন। মুলতঃ তিনিই বিষয়টি নিশ্চিত করেছে আজাহারের পরিবারকে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।