বিএসএফ’র নির্যাতনে এক বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর অত্যাচারে সেদেশের সীমান্তবর্তী অঞ্চল দুদলীতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। নিহত বাংলাদেশির নাম জগদীশ গোস্বামী (৪২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বিষ্ণুপদ গোস্বামীর ছেলে। উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতেই ভারতের দুদলী এলাকার অবস্থান।
          গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে বিজিবির কুশখালী বর্ডার আউটপোস্টের (বিওপি) নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান জানিয়েছেন। তিনি বলেন, জগদীশ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুদলী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। এ সময় তার ওপর অমানবিক নির্যাতন চালায় বিএসএফ সদস্যরা। পরে তাকে  নৃশংসভাবে পিটিয়ে আহত করে সীমান্তের মেন পিলার ৯’র কাছে ফেলে রেখে যায়। দুপুরে সীমান্ত এলাকায় অচেতন অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। তিনি জানান, বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জগদীশকে মৃত ঘোষণা করেন। নিহতের বোন লিলি চক্রবর্তী জানান, তার ভাই বেশ কিছুদিন যাবত পেটের ব্যাথা ও নার্ভের সমস্যায় ভুগছিলেন। দেশীয় চিকিৎসকদের চিকিৎসায় ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে তিনি অবৈধপথে ভারতে যাচ্ছিলো। ভারতের মাটিতে পা রাখার সাথে সাথেই তাকে বিএসএফ সদস্যরা ধরে ফেলে এবং তার ওপর অমানবিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়েছে। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।